বিষয় সমূহ
প্রকাশনী সমূহ
Authors Images

ওমর কায়সার

সব মানুষের একটা বড় পরিচয় থাকে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী আবার কেউ বা আঁকিয়ে। ওমর কায়সারকে তেমন ভাবে চিনিয়ে দিতে হলে বলতে হয় তিনি এখনকার সময়ের একজন উল্লেখযােগ্য কবি। পেশায় তিনি পুরােদর খবরের কাগজের লােক। মানে সাংবাদিক। তবে তার ভেতরে সব সময় এক শিশু বসবাস করে। এর কারণ বােধ হয় তাঁর লেখালেখির শুরু হয়েছিল শিশু সাহিত্য দিয়ে। বড়দের জন্য কবিতা লেখার পাশাপাশি এখনাে তিনি শিশুদের জন্য সমানতালে লেখেন। ছড়া, কিশাের কবিতা, গল্প আর উপন্যাস। চট্টগ্রামের পটিয়ার মনসা নামের ছায়াচ্ছন্ন এক গ্রামে ১৯৫৯ সালের ১৩ মার্চ জন্ম হয় তাঁর। লেখালেখির শুরু সেই সত্তরের দশকে। প্রথম ছড়া প্রকাশিত হয় সংবাদের খেলাঘর পাতায়। কচিকাঁচার আসর, খেলাঘর, সাত ভাই চম্পাসহ দেশের প্রধান সব দৈনিকের নানা নামের জনপ্রিয় ছােটদের পাতায় নিয়মিত লিখেছেন তিনি। শিশুবিষয়ক সাময়িক পত্রিকা ধানশালিকের দেশ, নবারুন, শিশু, শাপলা শালুক ও কিশাের বাংলায়ও তাঁর লেখা ছাপা হতাে। ছােটদের জন্য এ পর্যন্ত দুটো উপন্যাস দূর সাগরে পথ হারিয়ে ও মেছাে ভূতের গল্প, গল্প সংকলন পরী ও জাদুর তুলি, পরিবেশবিষয়ক বই তৃণভূমি রচনা করেছেন তিনি। বড়দের জন্য লিখেছেন সব মিলিয়ে ছয়টি কাব্যগ্রন্থ ও একটি উপন্যাস।

ওমর কায়সার এর বই সমূহ


অ্যাকুরিয়ামের দিনগুলি

TK. 250 TK. 188